• ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে রজব, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিপ্লবীদের বাদ দিয়ে বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সমাবেশ

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৪
সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিপ্লবীদের বাদ দিয়ে বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত বিপ্লবীদের বাদ দিয়ে বিতর্কিত সমন্বয়ক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩ টায় ট্রাফিক পয়েন্টে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সুমেল আহমদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সংগঠক শরীফ উদ্দিন, নেহার, মিনহাজ আলম, ইলিয়াছ মিয়া, সায়মন, তানভীর মাহমুদ ফাহিম, মিজান, রাজন, সাজিদুর ও সাব্বির প্রমুখ। সভায় বক্তারা বলেন, সম্প্রতি সুনামগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ফ্যাসিবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্থান দেয়া হয়নি। সিলেটের দুই সমন্বয়ক নাসিম ও গালিব সাধারণ শিক্ষার্থীদের সাথে না বলে এক পেশী কমিটি গঠন করেছেন। কমিটিতে যাদের নাম রয়েছে তারা অনেকেই ফ্যাসিবাদের দোসর। বৈষম্যহীন বাংলাদেশে জুলাই ও আগষ্টে যে সকল শিক্ষার্থী হামলা-মামলা ও জেল খেটেছেন তাদের নাম বাদ দিয়ে এ কমিটি হতে পারে না। আমরা কমিটি বাতিল চাই। এবং আগামী ২ দিনের মধ্যে ত্যাগীদের দিয়ে কমিটি ঘোষণা করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার আল্টিমেটাম দেন তারা