• ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর।

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৪
সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর।

সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের

দুই দিনের রিমান্ড মঞ্জুর ।।

 

বিবিএন ডেস্ক:

দ্রুত বিচার আইনের মামলায় সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টায় শুনানি শেষে দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র এআদেশ দেন। একই মামলার অন্যান্য আসামিদের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আব্দুল হক।

 

বাদী পক্ষের আইনজীবীরা অসন্তোষ প্রকাশ করে জানান,পুলিশ তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে। তবে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আন্দোলন ও সহিংসতার পেছনে মুহিবুর রহমান মানিকের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ১০ দিনের রিমান্ডের প্রয়োজন ছিল।