• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কোম্পানীগঞ্জের আফতাব আলী ওরফে কালা চেয়ারম্যান গ্রেফতার 

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৪
কোম্পানীগঞ্জের আফতাব আলী  ওরফে কালা চেয়ারম্যান গ্রেফতার 

বিবিএন ডেস্ক:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেলিখাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফতাব আলী ওরফে কালা মিয়াকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-৯-এর একটি অভিযানিক দল।

 

রবিবার (২০ অক্টোবর ) সকালে এতথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মশিহুর রহমান সোহেল। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে আফতাব আলী ওরফে কালা মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা রয়েছে।

 

শনিবার (১৯ অক্টোবর) রাতে তাকে কোতোয়ালি থানার পূর্ব দরগা গেইট এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আফতাব আলী কোম্পানীগঞ্জ উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।