• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বয়োবৃদ্ধ আব্দুল হান্নান পীর নিহত

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৪
ছাতকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বয়োবৃদ্ধ আব্দুল হান্নান পীর নিহত

 

ছাতক প্রতিনিধি:ছাতকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন আব্দুল হান্নান পীর (৮০ ) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
তিনি উপজেলার গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়নের বড় সৈদেরগাঁও গ্রামের সৈয়দ আব্দুল ওয়াহিদের পুত্র সৈয়দ হাফিজ মাহমুদুল হাসান প্রকাশিত আব্দুল হান্নান পীর। এলাকায় সৈয়দ আব্দুল হান্নান কবিরাজ নামেই পরিচিত তিনি। বৃহস্পতিবার ৩ অক্টোবর সকালে নিজ বোনের বাড়িতে এঘটনাটি ঘটে।

জানাযায়, বড় সৈদেরগাঁও গ্রামের আব্দুল হান্নান পীর অবিবাহিত ছিলেন। তিনি গ্রামের বোনের বাড়িতে একাই বসবাস করতেন বলে জানাগেছে। বোনের বাড়ির সবাই প্রবাসে থাকেন। এ সুবাদে ওই বাড়ির কেয়ার টেকারের দায়িত্বও পালন করতেন তিনি।

বৃহস্পতিবার ভোরে গ্রামের মসজিদে ফজরের নামাজ শেষে বাড়ির বারান্দায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।