• ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা রজব, ১৪৪৬ হিজরি

ভারতে নবীকে নিয়ে ক`টু`ক্তি করার প্রতি_বাদে রসুলগঞ্জ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে বিক্ষোভ সভা অনুষ্ঠিত।

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৪
ভারতে নবীকে নিয়ে ক`টু`ক্তি করার প্রতি_বাদে রসুলগঞ্জ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে বিক্ষোভ সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক:

ভারতে হিন্দু ধর্মীয় গুরু রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি এবং সে দেশের ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানের মসজিদে ঢুকে মুসলমানদের মারার হুমকির মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রসুলগঞ্জ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে আজ শুক্রুবার বাদ জুম্মা বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদি সভায় বক্তব্য রাখেন, রসুলগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি বদর উদ্দিন আল আমিন সাহেব, মসজিদ কমিটির মোতাওয়াল্লি শফিক মিয়া সাহেব, প্রমুখ।

বক্তারা বলেন, মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর আনীত জীবনব্যবস্থা ইসলাম ধর্মকে নিয়ে ভারতে কথিত ধর্মীয় গুরুর কটুক্তি এবং বিধায়ক কর্তৃক মসজিদে ঢুকে মুসলমানদের মারার মন্তব্য সারা দুনিয়ার মুসলমানদের ব্যাথিত করেছে। আমরা এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ক্ষমতাসীন সরকারি দল বিজেপির প্রশ্রয়ে ভারতে ইসলাম ও মুসলমানদের নিয়ে নানা ষড়যন্ত্র বরাবরের মতোই অব্যাহত রয়েছে। এ ধরনের কটুক্তি ও মন্তব্য সেটাই প্রমাণ করে।একজন ধর্মীয় গুরু যেখানে সহনশীলতার পরিচয় দেওয়ার কথা সেখানে তিনি তা না করে বরং নানাভাবে মুসলমানদের বিরুদ্ধে ধর্মীয় উগ্রতাকে উস্কে দিচ্ছেন। বিধায়ক মসজিদে ঢুকে মুসলমানদের মারার মতো হিংসাত্মক মন্তব্যের দ্বারা মানবতাবিরোধী কাজে লিপ্ত হয়েছেন। আমরা তাদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।