নিজস্ব প্রতিবেদকঃসুনামগঞ্জে ছাত্রজনতার বিক্ষোভে হামলার মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় শান্তিগঞ্জের নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার কর হয়। পরে সুনামগঞ্জ সদর থানায় নিয়ে আসা মান্নানকে।
সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্রজনতার বিক্ষোভ চলাকালে যে হামলা হয়েছিল তার প্রেক্ষিতে যে মামলা হয়েছে সেটির এজাহারভুক্ত আসামি হিসেবে এমএ মান্নানকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, রাতে তাকে পুলিশের হেফাজতে রাখা হবে। পরবর্তীতে আদালতে তোলে রিমান্ড প্রার্থনা করা হবে।