• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের সাবেক এমপিরা কে কোথায়

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৪
সুনামগঞ্জের সাবেক এমপিরা কে কোথায়

 

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ: আন্দোলনের মুখে পদত্যাগ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার পর নিজেদের গুটিয়ে নিয়েছেন সুনামগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। এদের মধ্যে আছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিসহ সাবেক জনপ্রতিনিধিরা।তাদের অনেকেরই খোঁজ মিলছে না।কেউ কেউ পাড়ি জমিয়েছেন বিদেশে, আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থানে। এর পরও এ জেলার পাঁচ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্যদের কে কোথায় আছেন-এনিয়ে কৌতুহল রয়েছে সুনামগঞ্জবাসীর।

খোঁজ নিয়ে জানা গেছে, গণঅভ্যুত্থানে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর পরই সুনামগঞ্জ জেলার পাঁচ এমপিও নিরাপদ আশ্রয়ে চলে যান। তবে, কয়েকদিনের মধ্যেই নিজের বাড়িতে ফেরেন সাবেক দুই সংসদ সদস্য।বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন তাঁরা।অন্য তিন সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রভাবশালী নেতা এবং জেলা ও উপজেলা পরিষদের সাবেক জনপ্রতিনিধিরাও লাপাত্তা।

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন  সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুরো সময়  সিলেটে অবস্থান করছিলেন। পরে নৌ পথে সুনামগঞ্জ জেলার নিজ নির্বাচনী এলাকার তাহিরপুর চলে আসেন। এখান থেকেই তার বিশ্বস্থ নেতাকর্মী ও কয়লা ব্যবসায়ীদের সহযোগিতায় সীমান্ত অঞ্চলের কলাগাও দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত চলে যান।বর্তমানে তিনি মেঘালয় রাজ্যের শিলংয়ে আছেন বলে জানিয়েছেন তারই ঘনিষ্ঠজন।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য জয়া সেন গুপ্তা দিরাই শহরের বাড়িতেই অবস্থান করছেন। ৫ আগস্ট তার বাড়ীতে কিছু ইট পাটকেল ছোঁড়ে ছাত্র-জনতা। পরে আর কোনও ঘটনা ঘটেনি।

সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তাঁর শান্তিগঞ্জের বাড়িতেই অবস্থান করছেন।

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক ৫ আগস্ট দুপুর পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলার মান্নার গাও ইউনিয়নের দাড়ার গাঁওসহ নিজ বাড়িতেই ছিলেন।পরে ওইদিনই নৌ পথে সিলেটে চলে যান।একপর্যায়ে রাজধানী ঢাকায় চলে যান তিনি।বর্তমানে ঢাকাতেই অবস্থান করছেন বলে জানিয়েছেন তাঁরই ঘনিষ্ঠজন।

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ৫ আগস্টের পর নিরাপদ অবস্থানে থাকলেও পরে ভারত চলে যান।সেখান থেকে মালয়েশিয়ায় পাড়ি জমান।মালয়েশিয়ায় তার বাড়ি ও মাছের খামার রয়েছে বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ট কয়েকজন।

এছাড়া সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা মুকুট তাঁরই সহোদর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল হুদা চপলও লাপাত্তা। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন আমেরিকা চলে গেছেন এমন তথ্য জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ জন। তিনি আমেরিকায় পরিবার নিয়ে বসবাস করছেন আগে থেকেই।