বিবিএন ডেস্ক:ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুবর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে পারেননি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম। বৃহস্পতিবার সকালে শ্রদ্ধা জানাতে ৩২ নম্বর এলাকায় গিয়েছিলেন। সেখানে উপস্থিত শিক্ষার্থী ও আন্দোলনকারীরা তাকে সামনে যেতে নিষেধ করেন। সালাম দিয়ে তাকে ফিরে যেতে বলেন। এসময় আন্দোলনকারীদের কেউ কেউ স্লোগান দিচ্ছিলেন। এক পর্যায়ে কাদের সিদ্দিকীর গাড়ি লক্ষ্য করে ঢিলও ছোড়ে কেউ কেউ। গাড়িতে লাঠি দিয়ে আঘাত করা হয়। এক পর্যায়ে সেখান থেকেই ফিরে যান তিনি। এ বিষয়ে কাদের সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, এসব করলে ছাত্ররা জীবন দিয়ে যে সফলতা এনেছে, সেটা ক্ষতিগ্রস্ত হবে। কেউ মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে স্বীকার করলে বঙ্গবন্ধুকে স্বীকার করতে দেয়া উচিত।