• ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে নৌকাসহ আটক ২

bilatbanglanews.com
প্রকাশিত জুন ১১, ২০২৪
ছাতকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে নৌকাসহ আটক ২

 

ছাতক সংবাদদাতা:ছাত‌কের চেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটশত ফুট বালু ভর্তি একটি ষ্টীল নৌকাসহ দুই ব‌্যক্তিকে আটক করেছে ছাতক নৌ পুলিশ।
শ‌নিবার রা‌ত দেড়টার দিকে উপ‌জেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রাম সংলগ্ন মরা চেলা নদী থে‌কে নৌকাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো সি‌লে‌টের কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রা‌মের আব্দুর রহিমের ছে‌লে মানিক মিয়া ( ৫২) ও একই গ্রামের মৃত আঞ্জু মিয়ার ছে‌লে চেরাগ আলী ( ৫২)।

এ ঘটনায় নৌ পুলিশের এসআই ফরিদ উদ্দিন বাদী হ‌য়ে ৯জুন বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি মামলা (নং- ১২/১২১) দা‌য়ের ক‌রেন। এ মামলায় তাদেরকে আটক দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ছাতক নৌ পু‌লি‌শ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন ব‌লেন মরা চেলা নদী‌তে এদের নেতৃ‌ত্বে অ‌বৈধ ড্রেজার দি‌য়ে প্রতি‌নিয়ত পাথর বালু উত্তোল‌ন করার অপরা‌ধে নৌকা সহ তাদেরকে আটক ক‌রা হয়। রোববার সকা‌লে তাদেরকে সুনামগঞ্জ আদাল‌তের মাধ্যমে কারাগারে পাঠা‌নো হ‌য়েছে।