আতিকুর রহমান, ছাতক:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
২০ মে ২০২৪ইং রোজ সোমবার সকাল ১০ ঘটিকা হইতে বিকেল ০৩ ঘটিকা প্রর্যন্ত ভোট গ্রহন অনুষ্টিত হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়ন কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক (২০২৪-২০২৫) নির্বাচন অনুষ্টিত হয়।

সভাপতি পদে রমজান আহমদ ১০৮ ভোট পেয়ে বিজয়ী ও নিকটতম প্রতিদদ্ধীর বিল্লাল মিয়া ১০৬ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে ছোট ভাই জাবেদ আহমদ ২০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদদ্ধী সুৃমন আহমদ ৬০ ও সামসুল হক ৫২ ভোট পেয়েছেন।
মোট ভোটার সংখ্যা ৩৪৬জন। কাস্টিং ভোট ৩৪৩।
১৭টি পদে প্রতিদদ্ধীতা করেন ৩৪জন। বিনা প্রতিদদ্ধীতায় ৩জন নির্বাচিত হন। এব্যাপারে জাবেদ বলেন,
এ বিজয় আমার একার নয়। এ বিজয় আমার সহযোদ্ধাসহ সকলের। সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা।
নির্বচন কমিশনাদের দায়িত্বে ছিলেন উপ-রেজিস্টার আতাউর রহমান, উপ-রেজিস্টার রবিউল ইসলাম ও উপ রেজিটার সেলিনা চৌধুরী।