• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ শহরের দুটি ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের মোবাইল কোর্ট পরিচালনা,জরিমানা

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১২, ২০২০
সুনামগঞ্জ শহরের দুটি ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের মোবাইল কোর্ট পরিচালনা,জরিমানা

লতিফুর রহমান রাজু সুনামগঞ্জ:লাইসেন্স এর মেয়াদ না থাকা ও নবায়ন  না করায় সুনামগঞ্জের দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে শহরের সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার ও মুক্তি ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা  করে ভ্রাম্যমাণ আদালত।      জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম।
এসময়  সশরীরে      উপস্থিত ছিলেন
সিভিল সার্জন ডা. সামসুদ্দিন আহমেদ,     সদর উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা   ডা. সৌমিত্র চক্রবর্তী, মেডিকেল অফিসার  ডা, সজিব কবির ভূইয়া, সদর থানার এসআই জিন্নাতুল,ইসলাম,  সিভিল সার্জন অফিসের এসএমটি রুকন উদ্দিন মোল্লা প্রমুখ।
এসময় দুইটি প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন  না করা পর্যন্ত সেবা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে সুনামগঞ্জ শহরের উকিল পাড়া মডেল ডায়াগনস্টিক সেন্টারের লোকজন অভিযান টের পেয়ে বন্ধ করে পালিয়ে যায়।