• ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দারুননাজাতে ১হাজার হাদিস মুখস্ত করে পুরস্কার পেলো নরসিংপুরের ফয়জুর রহমান

bilatbanglanews.com
প্রকাশিত মে ৪, ২০২৪
দারুননাজাতে ১হাজার হাদিস মুখস্ত করে পুরস্কার পেলো নরসিংপুরের ফয়জুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ মোঃ ফয়জুর রহমান, দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের রগারপাড় গ্রামের আমির আলীর সন্তান। ফয়জুর রহমান নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সাবেক মেধাবী ছাত্র, বর্তমানে সে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় এবারের আলিম পরিক্ষার্থী।

সে রিয়াদ্বুস সালেহীন কিতাব থেকে একহাজার হাদীস মুখস্থ করেছে। গতকাল নাজাত কাননে খতমে বুখারি উপলক্ষে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার পক্ষ থেকে ১৮ খন্ডের “এ’লাউস সুনান” কিতাব উপহার দেওয়া হয়েছে।
উপহার তুলে দিচ্ছেন আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি জনাব ড. আবদুর রশিদ।

বিশেষত, মোঃ ফয়জুর রহমানের হাদিস মুখস্থ করার পিছনে অনুপ্রেরণা দিয়েছেন তারই উস্থাদ নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মুফতি হেলাল আহমদ সিরাজী।

তার উস্তাদ নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মাহবুব সেজু মাহি জানান, বিগত করোনা-কালীন সময়ে সে একই বৈঠকে উনার কাছে ৫০০ হাদিস মুখস্থ শুনিয়ে ছিলো।

আর এখন ১০০০ হাদিস মুখস্থ করেছে, তার এই কৃতিত্বের জন্য গর্ববোধ করছেন তার পিতা-মাতা শিক্ষকমন্ডলী ও শুভাকাঙ্ক্ষীরা।

আল্লাহ তায়ালা তাকে মুহাক্কিক আলিম হিসেবে কবুল করুন। তার হায়াত ইলম ও আমলে অফুরন্ত বারাকাহ দান করুন-আমিন।