• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ জেলা মুসলিম রেজিস্ট্রার সমিতির নির্বাচন সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৪
সুনামগঞ্জ জেলা মুসলিম রেজিস্ট্রার সমিতির নির্বাচন সম্পন্ন

আতিকুর রহমান, ছাতক থেকে:বাংলাদেশ মুসলিম রেজিষ্ট্রার সমিতি সুনামগঞ্জ জেলার নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌরসভার কাজী পয়েন্টস্থ কাজী অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দুইজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপন্থিত ছিলেন, ড. অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন মাওলানা মনিরুজ্জামান, মাওলানা ইছহাক মিয়া ও মাওলানা নুরুল হক।
নির্বাচনে ৩২টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের কাজী মাওলানা আবদুস সামাদ। পরাজিত প্রার্থী কাজী মাওলানা ছালেহ আহমদ পেয়েছেন ১৫ ভোট। ৩৬টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী মাওলানা ফখরুদ্দিন। পরাজিত প্রার্থী কাজী মাওলানা জমিরুল ইসলাম মমতাজ পেয়েছেন ১১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৩৬ ভোট পেয়ে কাজী মাওলানা নুরুল আজিজ চৌধুরী নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রার্থী কাজী মাওলানা জালাল উদ্দিন পেয়েছেন ৯টি ভোট।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলা কমিটির সকল সদস্যসহ জেলার প্রতিটি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে মোট ভোটার ছিলেন ৫০টি। এর মধ্যে ৪৭জন ভোটার ব্যালেটের মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করেছেন।