• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (বুধবার) আক্রান্ত ২২৯৫০ জন: ৫৯৫ জনের মৃত্যু: মোট মৃত্যুর সংখ্যা ৫০ হাজারের বেশি

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১১, ২০২০
ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (বুধবার) আক্রান্ত ২২৯৫০ জন: ৫৯৫ জনের মৃত্যু: মোট মৃত্যুর সংখ্যা ৫০ হাজারের বেশি

বিবিএন নিউজ ডেস্ক : ব্রিটেনে এ পর্যন্ত ৫০ হাজারে বেশি মানুষ করোনায় মৃত্যু বরণ করেছেন। গত ২৪ ঘন্টায় বেড়েছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। বুধবার মৃত্যু হয়েছে আরো ৫৯৫ জনের। যা গত ৬ মাসের মধ্যে সর্বাধিক। গতকাল মঙ্গলবার ছিলো ৫৩২ জন, সোমবার ছিলো ১৯৪ জন, রবিবার ছিলো ১৫৬ জন। মোট মৃতের সংখ্যা ৫০ হাজার ৩৬৫ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২,৯৫০ জন। গতকাল মঙ্গলবার ছিলো ২০৪১২ জন, সোমবার ছিলো ২১, ৩৫০ জন রবিবার ছিলো ২০,৫৭২ জন, শনিবার ছিলো ২৪,৯৫৭ জন, শুক্রবার ছিলো ২৩,২৮৭ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৫৬ হাজার ৭২৫ জন। (সূত্র দ্যা সান/ওয়ান বাংলা)

বর্তমানে ব্রিটেনে হাসপাতাগুলোতে ভর্তি রয়েছেন ১৪,১৯৬ জন করোনা রোগী। এর মধ্যে ১২১৯ ভেন্টিলেশনে রয়েছেন।
এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ৪৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩৬১ জন, ওয়েলসে ৪৫ জন, স্কটল্যান্ডে ৬৪ জন ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।