• ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ-৫ আসনে ইতিহাস গড়ে নৌকা প্রতীকে মুহিবুর রহমান মানিক বিজয়ী

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৪
সুনামগঞ্জ-৫ আসনে ইতিহাস গড়ে নৌকা প্রতীকে মুহিবুর রহমান মানিক বিজয়ী

কাজি রেজাউল করিম রেজা,নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারী ভাবে মুহিবুর রহমান মানিক নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১লাখ ১৯হাজার ৪০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী ঈগল প্রতীকে পেয়েছেন ৯১হাজার ৮৮৮ ভোট। ২৭ হাজার ৫১৫ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে পঞ্চম বারের মতো বেসরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান মানিক। এ আসনে অন্যান্য ৭ প্রার্থীরা জামানত হারাতেন বসেছেন। প্রার্থী ও তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা হলো, গণ ফোরামের মনোনীত প্রার্থী আইয়ুব করম আলী উদীয়মান সূর্য্য প্রতীকে পেয়েছেন ৫৬৯ ভোট, বাংলাদেশ সূপ্রিমপার্টি একতারা প্রতীকের মনোনীত প্রার্থী আবু সালেহ পেয়েছেন ৩০৭ ভোট, জাতীয় পার্টি জেপির মনোনীত প্রার্থী এডভোকেট মনির উদ্দিন বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ২০৪ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী আজিজুল হক আম প্রতীকে ভোট পেয়েছেন ৩৬১ ভোট, বিএনএফ’র মনোনীত প্রার্থী আশরাফ হোসেন টেলিভিশন প্রতীকে পেয়েছেন ৫৯ ভোট, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এডভোকেট নাজমুল হুদা পেয়েছেন ৮২২ ভোট, কৃষক শ্রমিক জনতালীগের গামছা প্রতীকের মনোনীত প্রার্থী আবদুল জলিল পেয়েছেন ১৬৪ ভোট।