• ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৯শে রজব, ১৪৪৬ হিজরি

লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচন ও দ্বি-বার্ষিক সাধারণ সভা২৮ জানুয়ারি

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৩
লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচন ও দ্বি-বার্ষিক সাধারণ সভা২৮ জানুয়ারি

বিবিএন ডেস্ক: লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে।

১৭ নভেম্বর ক্লাবের নির্বাহী কমিটির সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ জানুয়ারি (২০২৪) রোববার পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট ভ্যানুতে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনী তফশীল অনুযায়ী আগামী ৩ জানুয়ারী বুধবার সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ করা হবে । ৫ জানুয়ারি শুক্রবার রাত ১০টা পর্যন্ত ইমেইলযোগে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ৭ জানুয়ারি রোববার সন্ধ্যা ৫টা থেকে ৭টার মধ্যে প্রেস ক্লাব কার্যালয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) ফাউন্ডিং প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই । কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিটালফিল্ড স্মল বিজনেস অ্যাসোসিয়েশনের (এসএসবিএ) চেয়ারম্যান আজিজ চৌধুরী ও ইউকেবিসিসিআইর ডাইরেক্টর ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া । নির্বাচন সংক্রান্ত কোনো ব্যাপারে আরো জানতে ক্লাবের জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ এর সাথে ০৭৯৪০ ৭৮২ ৮৭৬ নাম্বারে যোগাযোগ করা যাবে।  সংবাদ বিজ্ঞপ্তি