নিজস্ব প্রতিবেদক:সুনামগঞ্জ জেলার ৫ টি সংসদীয় আসনের মধ্যে সুনামগঞ্জ– ৪ আসনে মনোনয়ন সংগ্রহ ও জমা দান নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে । এই আসনে আপন দুই ভাই সহ মোট ১১ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দুই ভাই হচ্ছেন,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, তাঁর ছোট ভাই সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক.জেলা আওয়ামীলীগের সদস্য খায়রুল হুদা চপল।
সুনামগঞ্জ-৪ আসনে আরো যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান. জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ও পি এস সি র সাবেক চেয়ারম্যান ডঃ মোহাম্মদ সাদিক .সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংরক্ষিত আসন সংসদ সদস্য এডভোকেট সামছুনন্নাহার বেগম শাহানা.সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুসনা হুদা।যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সানজিদা নাসরিন ডায়না।
সুনামগঞ্জ; সুনামগঞ্জ জেলার ৫ টি সংসদীয় আসনের মধ্যে আওয়ামীলীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৪৪ জন মনোনয়ন প্রতাশ্যী । এর মধ্যে সুনামগঞ্জ ১- আসনে ১৩ জন. সুনামগঞ্জ ২ – আসনে ৮ জন.সুনামগঞ্জ- ৩- আসনে ৪ জন. সুনামগঞ্জ – ৪ আসনে ১১ জন ও সুনামগঞ্জ- ৫ আসনে ৭ জন ।