• ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

র‌্যাবের মহাপরিচালক খুরশিদ হোসেনের স্ত্রীর লাশ উদ্ধার

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৩
র‌্যাবের মহাপরিচালক খুরশিদ হোসেনের স্ত্রীর লাশ উদ্ধার

বিবিএন ডেস্ক:রাজধানীর গুলশানের বাসভবন থেকে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি খুরশিদ হোসেনের স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেলে খুরশিদ হোসেনের স্ত্রী বেবির লাশ উদ্ধার করা হয়। তবে তিনি কিভাবে মারা গেছেন সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। সুরতহাল দেখে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কেউ বলছেন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হতে পারে।

অন্যদিকে, মৃত বেবির ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক আরিফ নেওয়াজ ফরাজী বাদল বোনের মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছেন।

প্রসঙ্গত, মৃত বেবির ভাই ডেইলি নিউ এইজ পত্রিকার সাবেক ক্রাইম রিপোর্টার।সূত্রঃ সমকাল