• ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই রজব, ১৪৪৬ হিজরি

রাঙামাটিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন পালন

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৩
রাঙামাটিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন পালন

 

|| মুহাম্মদ ইলিয়াস,রাঙামাটি প্রতিনিধি ||

রাঙামাটিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটিতে তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে বুধবার ( ২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় মানববন্ধন ও পৌনে ১০ টায় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার মূলপ্রতিপাদ্য ছিলো, ”তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব”। জেলা প্রশাসনের আয়োজনে ও রাঙামাটি সচেতন নাগরিক পরিষদ (সনাক)’র সহযোগিতায় বুধবার সকাল সাড়ে পৌনে ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে রাঙামাটি জেলা প্রশাসক’র কার্যালয়ের সম্মুখে সচেতনতামূলক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান’র সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’র আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্চিতা চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসিটি) নাসরিন সুলতানা, জেলা তথ্য অফিস’র উপ-পরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন, সনাক সহ-সভাপতি অঞ্জুলিকা খীসা প্রমুখ।

এছাড়া তথ্য অধিকার বিষয়ে জনসাধারনকে অবহিত করতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সনাকের উদ্যোগে একটি স্টল বসানো হয়।

এদিকে তথ্যের অবাধ প্রবাহে ইন্টানেটের গুরুত্ব। “ইন্টারনেটে তথ্য পেলে জনমনে শান্তি মেলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২৩ উপলক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( রাবিপ্রবি)ও পৃথক কর্মসূচী পালন করেছে। রাবিপ্রবি জনসংযোগ দপ্তরের তত্বাবধানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে তথ্য অধিকার নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পাস ও শ্রেণী কক্ষে লিফলেট বিতরণ করা হয়। এসময় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার, প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, প্রক্টর জুয়েল সিকদারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকগণ, কর্মকর্তা- কর্মচারীগণ এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।