• ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীর মাহবুব,সম্পাদক এমরানুল নির্বাচিত

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৩
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীর মাহবুব,সম্পাদক এমরানুল নির্বাচিত

লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ থেকে:সুনামগঞ্জের সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী জেলা শহরে কর্মরত সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করা হয়।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তরের প্রতিনিধি মাহবুবুর রহমান পীর ও সাধারণ সম্পাদক পদে মাছরাঙ্গা ও জনকণ্ঠের প্রতিনিধি এমরানুল হক বিজয়ী হয়েছেন। মাহবুবুর রহমান পীর সভাপতি পদে ২৯ ভোট এবং সাধারণ সম্পাদক পদে এমরানুল হক চৌধুরী ২২ ভোট পেয়েছেন।

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে ৩৪ ভোট পেয়ে দৈনিক জালাবাদের জসিম উদ্দিন ও সহ-সভাপতি পদে ২৮ ভোট পেয়ে বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি আল হেলাল বিজয়ী হয়েছেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩২ ভোট পেয়ে আরটিভির শহীদনূর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩০ ভোট পেয়ে নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে ২৯ ভোট পেয়ে নাগরিক টিভির অরুণ চক্রবর্তী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২৬ ভোট পেয়ে সময় টিভির ক্যামেরাপারসন রুজেল আহমদ এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সুনামকণ্ঠের মোশাহিদ রাহাত নির্বাচিত হয়েছেন।

এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে যমুনা টেলিভিশনের আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা পদে রাইজিং বিডির মনোয়ার চৌধুরী, কার্যনির্বাহী সদস্য পদে যায়যায়দিনের ঝুনু চৌধুরী, আমাদের অর্থনীতির শাহাবুদ্দিন আহমদ, সাংবাদিক শামসুল কাদির মিসবাহ ও দিলাল আহমদ বিজয়ী হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচনের দায়িত্ব পালন করেন জেলা তথ্য অফিসার আব্দুস সত্তার। নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করেছেন রিপোর্টার্স ইউনিটির বর্তমান সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখর ভদ্র ও সংগঠনের কোষাধ্যক্ষ একে কুদরত পাশা।

মুক্ত গণমাধ্যম চর্চায় গণতান্ত্রিক ধারায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভোটার ও বিজয়ী প্রার্থীরা।