|| রাঙামাটি প্রতিনিধি ||
রাঙামাটির বাঘাইছড়ির কাচালং নদী থেকে পুলিশ ও স্থানীয়রা বৃহস্পতিবার ২ শিশুর মরদেহ উদ্ধার করেছে। নিহতরা হলেন,মো: জুয়েল মিয়া(৭) ও রাহুল বড়ুয়া(১০)
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (৮ আগষ্ট) খেলতে গিয়ে
স্থানীয় মহসীন মিয়ার পুত্র মাদ্রাসা ছাত্র মো: জুয়েল মিয়া নিখোঁজ হয়। তার বাড়ির ১০ কিলো মিটার দূরের কাচালং নদীর উগলছড়ি বিল থেকে বৃহস্পতিবার ভাসমান অবস্থায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
এদিকে একই থানার করেঙ্গাতুলীতে বৃহস্পতিবার দুপুরে অরুণ বড়ুয়ার শিশু পুত্র রাহুল বড়ুয়া পানিতে ডুবে মারা গেছে। সেও খেলতে গিয়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। খবর পেয়ে ছুটে গেলেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার নিহতদের বাড়িতে ছুটে যান। জুয়েল ও রাহুলের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে সহায়তা প্রদান করেছে।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইসতিয়াক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ দু’টি স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।