• ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

এফবিসিসিআইর সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের চপল

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ৩, ২০২৩
এফবিসিসিআইর সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের চপল
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: বাংলাদেশ ফেডারেশন অফ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাট্রির
(এফবিসিসিআইর) সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ মাহবুবুল আলম এবং সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এফবিসিসিআইর বর্তমান সহসভাপতি মোঃ আমিন হেলালী।
সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল, গাজীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি যশোদা জীবন দেবনাথ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি শমী কায়সার, মেইজি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি রাশেদুল হোসেন চৌধুরী রনি এবং এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশ এর সভাপতি মোঃ  ‍মুনির হোসেন।

বুধবার বিকেলে এফবিসিসিআইয়ের অডিটরিয়ামে সভাপতি, সিনিয়র সহসভাপতি, ও সহসভাপতিদের নাম ঘোষণা করেন এফবিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী। এসময় এফবিসিসিআইর বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন ও সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, ইলেকশন বোর্ডের সদস্য কে.এম.এন মঞ্জুরুল হক, মো. শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: সুনামগঞ্জের কৃতি সন্তান খায়রুল হুদা চপল সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা যুবলীগ আহ্বায়ক, তার বড় ভাই নুরুল হুদা মুকুট সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি,ও সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান।