• ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৭ হিজরি

মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে সাইকেল র‍্যালী

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১৪, ২০২৩
মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে সাইকেল র‍্যালী
লতিফুর রহমান রাজু’,সুনামগঞ্জ: মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারের হাওর বৃত্ত থেকে উপজেলা সদরের হাওর বিলাস পর্যন্ত তরুন যুবকদের সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে । বেসরকারি উন্নয়ন সংগঠন হাউস, ক্লিন এবং বিডব্লিউজিইডি এর যৌথ উদ্যোগে ১৩ জুলাই দুপুর ১২ টায় এই কর্মসূচি আয়োজন করা হয়। র‍্যা্লীর শুরুতে এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিল ও নবায়নযোগ্য জ্বালানিতে শতভাগ বিনিয়োগের দাবীতে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দিগেন্দ্র বর্মন সরকারী কলেজের প্রভাষক মশিউর রহমান এবং সুনামগঞ্জ পরিবেশ আন্দোলন’র সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করীম সাঈদ। পরে সাইকেল র‌্যালী পলাশ থেকে শুরু হয়ে বিশ্বম্ভরপুর উপজেলা সদরের হাওর বিলাসে শেষ হয়