• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইউক্রেন থেকে ন্যাটোকে শিক্ষা নিতে হবে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১২, ২০২৩
ইউক্রেন থেকে ন্যাটোকে শিক্ষা নিতে হবে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

বিবিএন ডেস্ক:ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘বর্বর কৌশল’ থেকে সামরিক জোট ন্যাটোকে অবশ্যই শিক্ষা নিতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

মঙ্গলবার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের আগে তিনি এক বিবৃতিতে এ কথা বলেন।

ঋষি সুনাক বলেন, গত বছরের ফেব্রুয়ারিতে যখন হাজার হাজার রুশ সৈন্য সীমান্ত অতিক্রম করে ইউক্রেনে প্রবেশ করেছিলেন, তখন এটি ইউরোপ এবং ন্যাটোর ইতিহাসে একটি ভয়াবহ নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ইউক্রেনে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ ও মানবিক বিয়োগান্তক ঘটনার সাক্ষী হয়ে ৫০০ দিন অতিক্রম করেছি। কিন্তু আমরা ন্যাটো জোটকে ইউক্রেনের সমর্থনে এবং দৃঢ় সংকল্পের সঙ্গে একত্রিত হতে দেখেছি। ফলে রাশিয়া সফল হতে পারবে না।’

‘তাই আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে আরও প্রাণঘাতী, আরও নিয়োজিত করতে এবং আমাদের প্রতিরক্ষা শিল্পকে সামনের চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত করতে প্রতিরক্ষায় রেকর্ড পরিমাণ বিনিয়োগ করছি,’ যোগ করেন সুনাক।