সুনামগঞ্জ প্রতিনিধি:শান্তিগঞ্জে মসজিদের কাঁঠাল নিলামকে কেন্দ্র করে হাসনাবাজ গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হবার ঘটনায় সংঘর্ষের মূলপরিকল্পনাকারী এবাদুল হক কে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করেছে পুলিশ। দুবাইগামী একটি ফ্লাইট থেকে তাকে নামিয়ে এনে গ্রেফতার করা হয়। সোমবার (১০জুলাই) রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়,ঘটনার পর সিলেট আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দুবাইগামী একটি ফ্লাইটে উঠেন আসামি এবাদুল হক। খবর পেয়ে পুলিশ গভীর রাতে বিমান থেকে এবাদুল হককে নামিয়ে আনে।পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জে নিয়ে যায়।
এছাড়া ফ্রান্স প্রবাসী এবাদুল হকের ভাই মইনুল হোসেন ও যেন পালিয়ে যেতে না পারে সেজন্য ইমিগ্রেশনে বার্তা পাঠানো হয়েছে। হাসনাবাজ গ্রামের দু’পক্ষের মধ্যে তারা মালদার গ্রুপের সদস্য।