নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি, সমকাল, দৈনিক কাজিরবাজার, চ্যানেল এস ইউকে’র বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের এর পিতা সাজ্জাদ মিয়ার (৯৫) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ আছর সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতধলানী গ্রামের জামে মসজিদে জানাযার নামাজ শেষে পঞ্চায়াতি কবরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়। জানাজায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন অংশ গ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত রোগে ভোগছিলেন। শুক্রবার বেলা পৌনে ৩টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ৫ছেলে, ১মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের’র পিতা, প্রবীন মুরব্বি সাজ্জাদ মিয়ার মৃত্যুতে গভীর ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছাতক প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম হিরন, সাবেক যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, প্রচার-প্রকাশনা সম্পাদক জুনাইদ আহমদ, সদস্য নুর উদ্দিন, শাহ মোহাম্মদ আলী মুজিব, নাজমুল ইসলাম, মোশাহিদ আলী, আরিফুর রহমান মানিক, লুৎফুর রহমান শাওনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।