ছাতক প্রতিনিধি:জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২০২৩ ইং সুনামগঞ্জ জেলা পর্যায়ে আবৃতি ও একক অভিনয়ের বিভিন্ন গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে ছাতকের আইন উদ্দিন খান,সেজুতি তরফদার হৃদি ও অস্পরা পাল।
গত শুক্রবার বিকেলে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় খ গ্রুপ কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করেছে সেঁজুতি তরফদার হৃদি,একক অভিনয় খ গ্রুপ প্রথম স্থান অধিকার করেছে আইন উদ্দিন খাঁন। বিজয়ী এ ২ জন ছাতক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
একক অভিনয় ক গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে অস্পরা পাল। সে ছাতকের বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।শুক্রবার বিকেলে তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাওআইসিটি)রেজাউল করিম।
আগামী ১৬ই জুন জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ছাতকের ওই ৩ জন শিক্ষার্থী সরাসরি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে। তারা সকলের দোয়া ও আর্শিবাদ প্রত্যাশী।