|| মুহাম্মদ ইলিয়াস,রাঙামাটি প্রতিনিধি ||
মঙ্গলবার (০৯ মে) কাল সবেমাত্র সোয়া ১০টা । কর্মব্যাস্ত সকল মানুষ ছুটছে আপন আপন কর্মস্থলে। গন্তব্যে পৌঁছার তাড়া সবারই পিছু নিয়েছে। কিন্তু গতানুগতিক সেই ব্যাস্ততাকে পাশ কাটিয়ে একজন পুলিশ কর্মকর্তার মানবিক কর্মতৎপরতা দেখে হতবাক রাঙামাটিবাসী। ঘটনা আর কিছু নয়, হুইল চেয়ারে বসা বৃদ্ধ প্রতিবন্ধীকে নিরাপদে রাস্তা পার করে দিচ্ছেন একজন পুলিশ কর্মকর্তা। তাও আবার সরকারি কাজে কর্মস্থলে যাবার পথে নিজের গাড়ি থেকে নেমে।
রাঙামাটি জেলাবাসী আর কখনো এমন দৃশ্যের মুখোমুখি হয়নি । বৈশ্বিক করোনা মহামারী থেকে শুরু করে যে কোন দূর্যোগ-দূর্বিপাকে পুলিশি সর্ব প্রথম মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু সরকারী দায়িত্ব পালনে ব্যাস্ত কোন কর্মকর্তা গাড়ি থেকে নেমে একজন প্রতিবন্ধীকে রাস্তা পার করে দিলেন। এই কর্মকর্তা হলেন, রাঙামাটি সদর সার্কেল’র অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহেদুল ইসলাম।
স্থানীয় ব্যবসায়ী নেতা মো: আব্দুল শুক্কুর মানবিক দৃশ্য অবলোকনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, পুলিশ অবশ্যই মানবিক। তবে একজন প্রতিবন্ধীকে পুলিশ কর্মকর্তা কর্তৃক রাস্তা পার করে দেবার আজকের এদৃশ্য যারা দেখেছেন, তাদের চোখের কোনে অশ্রু জমেছে।