• ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে মে দিবসে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত মে ২, ২০২৩
ছাতকে মে দিবসে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:ছাতক উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে এক বিশাল র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালি শেষে ১ মে সোমবার দুপুরে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়েছ আহমদ লিটনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম তালেব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আশরাফুর রহমান চৌধুরী, সহ-সভাপতি নুরুল আমিন আজাদ।
বক্তব্য রাখেন নুর আহমদ হিরণ, মতিউর রহমান, আব্দুল হক,হাবিবুর রহমান, সাহাবুদ্দিন,আলী হোসেন প্রমুখ।

এদিকে ছাতক পৌর শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শহরে র‍্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি শাহ আলম মিয়া ছাতক উপজেলা সভাপতি ক্বারী জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক ছালিক মিয়া,ইমারত নির্মাণ শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি শাহজাহান মিয়া, মুজিব মিয়া,নিজাম উদ্দিন প্রমুখ।

অপরদিকে,ছাতকে মহান মে দিবস উপলক্ষে লাফার্জ-হোলসিম লিমিটেড শ্রমিক ইউনিয়ন (চট্ট-২৫৭৯)এর উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি,আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার লাফার্জ-হোলসিম লিমিটেডের প্ল্যান্টে র‍্যালি ও শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেড শ্রমিক ইউনিয়ন সভাপতি তালুকদার আনোয়ার মাহমুদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাফাতুর রহমান চৌধূরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন আহমেদ,প্রচার সম্পাদক হাবিবুর রহমান

দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক, অর্থ সম্পাদক মমতাজুর রহমান খাঁন,ক্রিড়া সম্পাদক হেলাল আহমদ,লাভলু মিয়া তালুকদার, নুরুল গনি,সিদ্দিক আহমেদ প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শ্রমিক ইউনিয়নের ম্যাকানিকাল হাজী আব্দুল হক।