• ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখা সম্ভব-এডিসি শিক্ষা

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৯, ২০২০
সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখা সম্ভব-এডিসি শিক্ষা

লতিফুর রহমান রাজু সুনামগঞ্জ: সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই সিটি মোঃ জসীম উদ্দিন বলেছেন স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের প্রাচীনতম পত্রিকা দৈনিক বাংলার বাণী, সংবাদ, ইত্তেফাক সহ অন্যান্য গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সঠিক সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখা সম্ভব। তোমরা শিক্ষার্থীরা সাংবাদিক না হলে ও এই প্রশিক্ষণ অনেক কাজে লাগবে।
শিশু ও নারী উন্নয়নেসচেতনতা মুলক যোগাযোগ যোগাযোগ কার্য ক্রম প্রকল্প শীর্ষক শিশু সাংবাদিকতা বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ ৯নভেম্বর দুপুর ২টায় সুনামগঞ্জ সার্কিট হাউসে পিআইবি কর্তৃক দুই দিন ব্যাপী প্রশিক্ষণে সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু । আরো উপস্থিত ছিলেন পিআইবি উপ পরিচালক মোঃ আব্দুল মান্নান, শাহ আলম সৈকত, পারভেজ আহমেদ, আবুল কালাম আজাদ। পরে প্রশিক্ষিত শিশু সাংবাদিকদের মধ্যে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি সহ অতিথি গণ।