• ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাঙামাটির “এসো গান শিখি সঙ্গীত বিদ্যাপীঠ”র ১৩তম বর্ষপূর্তি ও বাংলা বর্ষবরণ

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৩
রাঙামাটির “এসো গান শিখি সঙ্গীত বিদ্যাপীঠ”র ১৩তম বর্ষপূর্তি ও বাংলা বর্ষবরণ

 

|| মুহাম্মদ ইলিয়াস,রাঙামাটি প্রতিনিধি ||

রাঙামাটির “এসো গান শিখি সঙ্গীত বিদ্যাপীঠ”র ১৩তম বর্ষপূর্তি ও বাংলা বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করেছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে স্থানীয় শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি
পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

এসো গান শিখি সঙ্গীত বিদ্যাপীঠ’র অনুষ্ঠান পরিচালনা কমিটি আহ্বায়ক মৃদুল ধর’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মতাজুল হক, জেলা আওয়ামী লীগ সদস্য আশিষ দাশ গুপ্ত, প্রকৌশলী নিরঞ্জন নাথ প্রমূখ । ,

হৈমন্তী নন্দী ও দ্বীপ্ত ধর’র উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করবেন, এসো গান শিখি বিদ্যাপীঠ’র প্রধান উপদেষ্টা দুলাল দাশ গুপ্ত, মহিলা সম্পাদিকা শলি নন্দী, ,কুতুকছড়ি শাখা প্রধান জয়দেব চাকমা। এতে স্বাগত বক্তৃতা করেন, এসো গান শিখি সঙ্গীত বিদ্যাপীঠের আশীষ কুমার দেব।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন-শিক্ষাঙ্গণ, ক্রীড়াঙ্গন, সাহিত্যাঙ্গণ, সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বত্র যদি আমরা উন্নতি ঘটাতে পারি, তাহলে, এখানে সাম্প্রদায়িকতা থাকবে না। রাঙামাটি পার্বত্য জেলায় গান,দেশ নিয়ে বড় কিছু করবেন। স্বপ্ন দেখলে, স্বপ্ন পূরন হয়। আজ বঙ্গবন্ধুর ক্ষুধা মুক্ত বাংলাদেশ পেয়েছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মাট বাংলাদেশ তৈরি হচ্ছে। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাবো। সুন্দর মনের প্রত্যেক মানুষই গান এবং ফুল ভালবাসেন।সুখে-দুঃখে গান মানুষের মনকে সুন্দর করে দেয়। প্রত্যেক মায়ের উচিত সন্তানদের ভালো কিছু করার জন্য উৎসাহ দিতে হবে। পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুন্দর কিছু করুন। আমরা ভালো রাখতে চাই, ভালো থাকতে চাই।

অনুষ্ঠানে সঙ্গীত, চিত্রাঙ্কণসহ বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।