|| মুহাম্মদ ইলিয়াস,রাঙামাটি প্রতিনিধি ||
রাঙামাটিতে মঙ্গল শোভাযাত্রাসহ নানান আয়োজনে বাংলা নববর্ষ বরণ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে ১ বৈশাখ ১৪৩০, ১৪ এপ্রিল শুক্রবার বাংলা নববর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাক্ষন ও রচনা প্রতিযোগিতা অন্যতম। মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি।
রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্ত্বর থকেব ১ বৈশাখ ১৪৩০, ১৪ এপ্রিল শুক্রবার বাংলা নববর্ষ বরণ উপলক্ষে
সকাল সাড়ে ৮টায় মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ ‘Intangible Cultural Heritage’-এর তালিকায় অন্তর্ভুক্ত করায় বিষয়টিকে গুরুত্বারোপ করে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সমবেত হয়। এরপর সকাল ৯ টা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করেন, সকাল ১০ টায় জেলা শিশু একাডেমিতে চিত্রাক্ষন ও রচনা প্রতিযোগিতা, বিকাল ৩ টায় জেলা সরকারি গণগ্রস্থাগারে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিকেল ৫ টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জাদুঘর সকলের জন্য উন্মুক্ত রাখার একই দিন সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্ব স্ব ব্যবস্থাপনায় শুভ নববর্ষ ১৪০০ উদযাপন করবে। এ দিন জেলা কারাগার, হাসপাতাল, শিশু সদন ও শিশু পরিবারে উন্নতমানের খাবার ইফতার বিতরণের ব্যবস্থা গ্রহণ করেছে
মঙ্গল শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এছাড়াও দিবসটিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করেছে।