• ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৬ হিজরি

রাঙামাটিতে বৈসাবি ( বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু ও বিহু ) উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৩
রাঙামাটিতে বৈসাবি ( বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু ও বিহু ) উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

 

|| মুহাম্মদ ইলিয়াস-১০ এপ্রিল, রাঙামাটি ||

পার্বত্যাঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসমূহের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বৈসাবি ( বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু ও বিহু ) উদযাপন উপলক্ষে রাঙামাটি শহরে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে রাঙামাটি পৌর প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে উৎসব উপলক্ষে অনুষ্ঠিত র‌্যালীটির সূচনা করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।

অনুষ্ঠিত র‌্যালীতে পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ শিশু কিশোররা ঐতিহ্যবাহী পোশাকে অংশ গ্রহন করেন।

রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে পাহাড়ীদের ঐতিহ্যবাহী বিজু, সাংগ্রাই, বৈসুক, বিহু, বিষু ও সাংক্রান উৎসব উদযাপন পরিষদের সভাপতি প্রতিকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে র‌্যালী পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য শ্রী সাধুরাম ত্রিপুরা, শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা, পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেকক ফোরাম’র সাবেক সভাপতি শিশির চাকমা, সিএইচটি হেডম্যান নেওর্য়াক’র সহ সভাপতি এ্যাড. ভবতোষ দেওয়ান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে, চাকমা,মারমা, ত্রিপুরা, তংচঙ্গ্যা, পাংখোয়া, অহমিয়াসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমূহে নারী পুরুষের অংশগ্রহণে পৌর প্রাঙ্গণ থেকে বের করা হয় এক বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল থেকে তিন দিন ব্যাপী পার্বত্য চট্টগ্রামের বসবাসতরত ১৪টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বৈসাবি( বিজু-সাংগ্রাই বৈসুক-বিষু-সাংক্রান) উৎসব শুরু হবে।