• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জেসমিনের মৃত্যু:মেজরসহ র‍্যাবের ১১ সদস্য ‘ক্লোজড’

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ৩০, ২০২৩
জেসমিনের মৃত্যু:মেজরসহ র‍্যাবের ১১ সদস্য ‘ক্লোজড’

বিবিএন ডেস্ক: দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা নওগাঁর সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় মেজরসহ রাবের ১১ সদস্যকে ‘ক্লোজ’ করা হয়েছে। গত সপ্তাহে আটকের পর হেফাজতে ওই নারীর মৃত্যু হলে নির্যাতনের অভিযোগ তোলে পরিবার। মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হওয়ার পাশাপাশি হাইকোর্টও বিষয়টি জানতে চেয়েছিলেন। এরইমধ্যে আটক ও জিজ্ঞাসাবাদে জড়িত র‍্যাব সদস্যদের মাঠের দায়িত্ব থেকে সরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার (৩০মার্চ) আইনমন্ত্রী আনিসুল হক জেসমিনকে আটকের সঙ্গে জড়িত র‍্যাব সদস্যদের ‘ক্লোজ’ করা হয়েছে বলে জানিয়েছেন।

এ বিষয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত ২২ মার্চ ওই অভিযানে যারা ছিলেন সেই ১১ জনকে সরিয়ে র‍্যাব-৫ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। ওই ১১ জনের মধ্যে একজন মেজর, পুলিশের এএসপিসহ অন্যান্য সদস্য ও গাড়িচালকও রয়েছেন। ওই ঘটনা তদন্তে র‍্যাব সদর দপ্তর গঠিত কমিটি এখন রাজশাহীতে অবস্থান করছে। কমিটি এ অভিযানে যুক্ত প্রত্যেক র‍্যাব সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে।