• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ প্রখ্যাত মুফাসসির হযরত মাওলানা আবু তাইয়্যিব সৎপুরীর ইন্তেকাল

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৩
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ প্রখ্যাত মুফাসসির হযরত মাওলানা আবু তাইয়্যিব সৎপুরীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক:বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ প্রখ্যাত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আবু তাইয়্যিব সৎ পুরী সাহেব আজ দুপুর ১২:০৭ ঘটিকায় উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আজ রাত ৮:৩০ ঘটিকার সময় সৎপুর কামিল মাদরাসা ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান।মাওলানা আবু তায়্যিব সৎপুরী দীর্ঘদিন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলা সিলেটের অধ্যক্ষ ও সৎপুর আলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুফাসসিরে কুরআন হিসেবে আবু তায়্যিব সৎপুরী সিলেট তথা সারাদেশে কুরআনের তাফসীর করেছেন। তিনি বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে কুরআনের তাফসীর করেছেন। তিনি আমৃত্যু কুরআন সুন্নাহর প্রসারে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন সর্বজন শ্রদ্ধেয় আলেমকে হারালো। যা সহজে পূরণ হবার নয়।