• ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

পীর হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা আজ

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৩
পীর হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা আজ

বিবিএন ডেস্ক:বরেণ্য সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের সাবেক নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে।

আজ রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

স্মরণসভায় গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।

উল্লেখ্য, ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন পীর হাবিবুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর।