• ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

দারুল হাদিস জাউায়া মাদ্রাসার ফুযালা ও আবনা পরিষদের সভা সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৩
দারুল হাদিস জাউায়া মাদ্রাসার ফুযালা ও আবনা পরিষদের সভা সম্পন্ন

 

ছাতক থেকে সংবাদদাতা:জামেয়া ইসলামিয়া দারুল হাদিস জাউয়া মাদ্রাসার ফুযালা ও আবনা পরিষদের উদ্যোগে এক সভা অনুষ্টিত হয়। বুধবার দুপুরে মাদরাসার হলরুমে পরিষদের সভাপতি শায়খুল হাদিস মাওলানা মোস্তফা কামাল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  মাওলানা মুফতি মনজুর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা দারুল হাদিস জাউয়া মাদ্রাসার প্রিন্সিপাল শায়খ মাওলানা আব্দুস সোবহান, উপদেষ্টা জাউয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব  হাফেজ মাওলানা সাঈদ আহমদ, সিনিয়র সহ-সভাপতি  মাওলানা ফজলুল হক আমিনী, সহ-সভাপতি মাওলানা আব্দুল হাই, যুগ্ন সম্পাদক মাওলানা ফয়জুল আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক মাওলানা  আলীমুদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক  আলহাজ্ব জামিল আহমদ, মিডিয়া সম্পাদক   কে এম মুশাহিদ আলী, সাহিত্য সম্পাদক  মাওলানা নুরুজ্জামান, সহ সাহিত্য সম্পাদক   মাওলানা আব্দুল খালেক, মাওলানা তাকবীর হোসাইন , মাওলানা মুহি উদ্দীন, মাওলানা ইব্রাহিম কামিল,  মাওলানা সানোয়ার, মাওলানা মনিরুজ্জামান প্রমুখ। ২১ ফেব্রুয়ারি ২০২৩ ইং মঙ্গলবার সকাল ১১ঘটিকায় মাদরাসার হলরুমে কার্যকরী কমিটির আগামী সভার সিদ্ধান্ত গৃহীত। পরে পরিষদের সভাপতি শায়খুল হাদিস মাওলানা মোস্তফা কামাল চৌধুরীর মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।