• ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

ছাতক সুরমা ব্রিজে পিক-আপ ভ্যানের ধাক্কায় নিহত সায়েমের দাফন সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৩
ছাতক সুরমা ব্রিজে পিক-আপ ভ্যানের ধাক্কায় নিহত সায়েমের দাফন সম্পন্ন

বিবিএন ডেস্ক:ছাতকে সুরমা ব্রিজের উপর পিক-আপ ভ্যানের ধাক্কায় মৃত্যুবরণকারী সায়েম আহমদের (২৮) দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বাদ মাগরিব নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।সায়েম আহমদ পৌর শহরের কুমনা এলাকার আবুল হোসেনের পুত্র।
শনিবার সন্ধ্যায় ব্রিজের উপর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। স্থানীয় সুত্র জানায় বেপরোয়া ভাবে দু’টি পিক-আপ ভ্যান সারিবদ্ধ হয়ে ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় একটি পিক-আপ ভ্যানের ধাক্কায় পথচারী সায়েম আহমদ সড়কের উপর লুটিয়ে পড়ে মারাত্মক আহত হন। এতে তাঁর মাথা সহ শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ ঘটিকার সময় তিনি মৃত্যুবরণ করেন। ।