ছাতক প্রতিনিধি:ছাতক উপজেলার নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নোটারি পাবলিক এডভোকেট মোঃ আব্দুস ছালাম।
সোমবার ৩০ জানুয়ারি সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল আলিম চৌধুরীর সভাপতিত্বে বিদ্যালয়ে আয়োজিত এক অভিভাবক সভায়
সর্ব সম্মতিক্রমে এডভোকেট মোঃ আব্দুস ছালামকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শাহিনুল হক চৌধুরী।