• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জন্য আবাসিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে-পিআইবি মহা পরিচালক

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৮, ২০২০
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জন্য আবাসিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে-পিআইবি মহা পরিচালক

লতিফুর রহমান রাজু সুনামগঞ্জ: পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি একটি শক্তিশালী ও পেশাদারি সংগঠন। তাদের ঐক্যবদ্ধ দেখে আমি খুব খুশি হয়েছি। দেশের বিভিন্ন স্থানে প্রেস ক্লাব নিয়ে সাংবাদিক দের বিভক্তি আছে, এতে সাংবাদিকতার মান কমে, সাংবাদিকরা দুর্বল হয়ে পড়ে। রিপোর্টার্স ইউনিটি সাংবাদিক দের ঐক্যবদ্ধ প্লাটফর্ম। আমি পিআইবির আবাসিক প্রশিক্ষণ চালু হলে শুধু রিপোর্টার্স ইউনিটির জন্যে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
গতকাল রাতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক সম্বর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ । সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পিআইবি উপ পরিচালক মোঃ জাকির হোসেন, শাহ্ আলম সৈকত,সহকারী কমিশনার মোঃ রিফাতুল হক। পরে সংবর্ধিত অতিথি কে জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্য গণ সম্মাননা ক্রেসট প্রদান করা হয়।