• ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

ছাত‌কে আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৩
ছাত‌কে আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

 

ছাতক থেকে সংবাদদাতা:ছাত‌ক থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুত্রুবার ভোরে পৌর শহ‌রের বাশখলা গ্রামে এস আই আসাদুজ্জামান রা‌সেলের নেতৃ‌ত্বে এক বি‌শেষ অ‌ভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার ক‌রেন। গ্রেপ্তারকৃতরা হলো, পৌর শহ‌রের বাশখলা গ্রামের আরব আলীর পুত্র আব্দু সালাম (২৫), একই গ্রা‌মের আকবর আলীর পুত্র আবুল কাশেম(২৬) ও ফজর আলীর পুত্র লেচু মিয়া(৩২)।
জানাযায়, গ্রেপ্তারকৃত ডাকাত‌দের বিরু‌দ্ধে ডাকাতি খুন, ধর্ষণ, চুরি, অস্ত্র, চাঁদাবাজি ও মাদকসহ প্রায় ২১ টি মামলা রয়েছে। থানার এসআই আসাদুজ্জামান রাসেল ডাকাত সদস্য আটকের বিষয় নিশ্চিত করে বলেন, ডাকাত তিন সদস্য আটকের পর মামলা নং ৪(১)২৩ দায়ের করা হয়েছে।

এব‌্যাপা‌রে ছাতক থানার অফিসার ইনচার্জ (ও‌সি) মাহবুবুর রহমান সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন ওরা আন্তঃজেলা ডাকাত দলের স‌ত্রিুয় সদস‌্য।