বিবিএন ডেস্ক:রাষ্ট্র ও ধর্মদ্রোহীতার অভিযোগে গণঅধিকার পরিষদের সদস্য সচিব, ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে সিলেটের কোতোয়ালি থানায় এজাহার দাখিল করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা সাধারণ সম্পাদক ইমন আহমদ।
রোববার বিকালে তিনি মামলার এজাহার দাখিল করেছেন বলে জানিয়েছেন। যদিও রাষ্ট্রদ্রোহের মামলা রাষ্ট্রপক্ষ বা রাষ্ট্রের অনুমতি ছাড়া ব্যক্তি বিশেষ করতে পারেন না।
এজাহারে উল্লেখ করা হয়েছে, নুর রাজনীতির নামে দল করে দেশের বাইরে গিয়ে রাষ্ট্র, সরকার ও ধর্মবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। সম্প্রতি দুবাইয়ে গিয়ে ইসরাইলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’ এর এজেন্ট মেন্দি এন সাফদির সঙ্গে বৈঠক করে সরকার উৎখাতের গোপন আলোচনা ও পরামর্শ করেছেন। তাদের ছবি ও স্বীকারোক্তিমূলক কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নুর পবিত্র ঘর কাবা শরীফ তাওয়াফের নাম করে দেশের বাইরে গিয়ে ইহুদি চক্রের সঙ্গে হাত মিলিয়ে প্রকৃতপক্ষে রাষ্ট্র সরকার ও পবিত্র ধর্ম ইসলামের বিরুদ্ধে বিভেদ সৃষ্টির চক্রান্তে লিপ্ত। নুর বাংলাদেশে ইহুদি চক্রান্ত বাস্তবায়নে মেতে উঠেছেন।
এ বিষয়ে বাদী ইমন আহমদ গণমাধ্যমকে জানান, তিনি দেশপ্রেম থেকে নুরুল হক নুরের বিরুদ্ধে মামলার এজাহার দাখিল করেছেন। একজন নাগরিক হিসেবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানিয়েছেন, তিনি ছুটিতে থাকায় এজাহার দাখিলের বিষয়টি এখনও জানেন না। তবে মিডিয়ার কাছ থেকে শুনেছেন। সরকারের অনুমতি ছাড়া এ ধরনের মামলা নেয়ার এখতিয়ার আমাদের নেই।