• ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তিনি মানুষ অনন্য -টিএ সুলেমান

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৩
তিনি মানুষ অনন্য -টিএ সুলেমান

অর্জুন গাছ যেমন বাগানের অন্যান্য গাছের তুলনায় অনেক বেশী উপকারী, আমাদের ধারণদি হুজুরও ঠিক তেমনি।
স্বমহিমায় স্থান গড়েছেন আমার মতো হাজারও শিক্ষার্থীদের হৃদয়ের সম্মানের আঙ্গিনায়।

আমি অবাক হই হুজুরের কর্মদক্ষতা দেখে, একজন মানুষ একই সাথে এত দায়িত্ব কীভাবে সুশৃঙ্খলভাবে আঞ্জাম দিয়ে যান! হুজুরের কাছে যে-কেউ যেকোনো সময় যেকোনো কাজে গেলে কেউ-ই হতাশ হয়ে ফেরেনি।

কোনো অলসতা, ক্লান্তি নেই,
দায়িত্বে অবহেলা, গুরুত্বহীনতা কিংবা ক্ষমতার অপব্যবহার করে মেজাজ দেখানো এসব যেন হুজুরের জাতশত্রু। সারাক্ষণ এক চিলতে হাসি ঠোঁটদ্বয়ে লেগেই থাকে। শিক্ষার্থীদের আদর, শাসন, দিকনির্দেশনায় হুজুর অনন্য। একজন আদর্শ শিক্ষকের যা গুণ থাকা দরকার, আমি হলফ করে বলতে পারি প্রত্যেকটা গুণ হুজুরের মধ্যে শতভাগ বিদ্যমান।

আজ হুজুরের জন্মদিন, মালিকের কাছে করজোড়ে চাই, এই নেয়ামত আমাদের কাছে যেন দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন।