• ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লক্ষ টাকার মালামাল জব্দ

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২২
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লক্ষ টাকার মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ বনগাঁও বিওপির টহল দল ২১ ডিসেম্বর  সুনামগঞ্জ সদর উপজেলাধীন  রংগারচর ইউনিয়নের রংপুর নামক স্থান হতে ২১০ কেজি ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ২৫, হাজার ২শ  টাকা।

চাঁনপুর বিওপির টহল দল একই দিন তাহিরপুর উপজেলাধীন  বড়দল ইউনিয়নের গারোছড়া নামক স্থান হতে ১,২৮০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ২৫, হাজার ৬শ – টাকা।

মাঠগাঁও বিওপির টহল দল ঐদিনই দোয়ারাবাজার উপজেলাধীন  লক্ষীপুর ইউনিয়নের দর্পগ্রাম নামক স্থান হতে ৪৭ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৭০ হাজার,৫শ – টাকা।

মাছিমপুর বিওপির টহল দল একই দিন বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের শরিফগঞ্জ নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩০,হাজার টাকা।

চিনাকান্দি বিওপির টহল দল ঐদিনই বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের শিলডুয়ার নামক স্থান হতে ৬০ কেজি ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ৬,হাজার।

টেকেরঘাট বিওপির টহল দল ২১ ডিসেম্বর  তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন নামক স্থান হতে ২,২০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৪৪,হাজার টাকা।

বনগাঁও বিওপির টহল দল ঐ তারিখে  সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের রংপুর নামক স্থান হতে ১৬৮ পিস ভারতীয় বিভিন্ন প্রকার প্রিন্টার কালি আটক করে, যার আনুমানিক মূল্য ৮ লক্ষ,৬৪, হাজার  টাকা।

আশাউড়া বিওপির টহল দল একই দিন সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের শাহাপুর নামক স্থান হতে ৬০ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৯০, হাজার টাকা।

চারাগাঁও বিওপির টহল দল ২২ ডিসেম্বর  তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের মাইজহাটি নামক স্থান হতে ২,৩০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৪৬,হাজার টাকা।

লাউরগড় বিওপির টহল দল ঐদিনই তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের সায়েদাবাদ নামক স্থান হতে ১,৫০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৩০, হাজার টাকা।

বাঁশতলা বিওপির টহল দল একই দিন দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কোলনী নামক স্থান হতে ৬০০ কেজি ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ৬৬,হাজার টাকা।

আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং চিনি, কয়লা ও বিভিন্ন প্রকার প্রিন্টার কালি শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান।