• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতকে ভাষা সৈনিক,প্রবিণ শিক্ষক ইমতিয়াজ আলী মাষ্টারের ইন্তেকাল

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২২
ছাতকে ভাষা সৈনিক,প্রবিণ শিক্ষক ইমতিয়াজ আলী মাষ্টারের ইন্তেকাল

ছাতক প্রতিনিধি :ভাষা সৈনিক মাষ্টার ইমতিয়াজ আলী আর নেই।ছাতকের নুতন বাজার ধারণ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত),গাবুরগাঁও দারুল ক্বোরআন দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি,ভাষা সৈনিক মাষ্টার ইমতিয়াজ আলী আর আমাদের মাঝে বেঁচে নেই।

সোমবার ভোরে ছাতক সদর ইউনিয়নের আন্দারীগাঁও গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুমের নামাজে জানাজা সোমবার বিকাল ২ টা ৩০ মিনিটের সময় আন্ধারীগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

মরহুম মাষ্টার ইমতিয়াজ আলী জীবদ্দশায় ধারণ হাইস্কুল ছাড়াও শিক্ষকতা করেছেন কোম্পানীগঞ্জ উপজেলার ভাটরাই হাইস্কুল,ছাতকের খরিদিচর আলিম মাদ্রাসা,চেচান সিপিবি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।