• ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে মুকুট এর নেতৃত্বে লাঠি মিছিল

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২২
সুনামগঞ্জে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে মুকুট এর নেতৃত্বে লাঠি মিছিল

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:  দেশ ব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা আওয়োমীলীগের সিনিয়র সহ সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের নেতৃত্বে লাঠি মিছিল বের হয়েছে।
১০ ডিসেম্বর শনিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের রমিজ বিপনীস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম, তাহিরপুর উপজেলার চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, মানব সম্পদ বিষযক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, এড‌ভো‌কেট আজাদুল ইসলাম রতন, এডভোকেট কল্লোল তালুকদার চপল,  বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সবুজ কান্তি দাস, জেলা ছাত্রলীগ সভাপতি দিপংকর কান্তি দে প্রমুখ।
এদিকে বেলা তিনটায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের নেতৃত্বে আরেকটি মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে । পরে স্হানীয় শহীদ মিনারে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সহ সভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেন, যুগ্ম সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন, এড‌ভো‌কেট নান্টু রায়, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জুনেদ আহমদ, অর্থ সম্পাদক ইশতিয়াক শামীম, সুবীর তালুকদার বাপ্টু, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।