• ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

দোয়ারাবাজারে ঈদে মীলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মুবারক র‍্যালী অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১১, ২০২২
দোয়ারাবাজারে ঈদে মীলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মুবারক র‍্যালী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক, অধ্যক্ষ মাওলানা ডক্টর মঈনুল ইসলাম পারভেজ বলেন- রাসূল (সা.) এর উপর দুরূদ পাঠ করা আল্লাহ তাআলার নির্দেশ। মীলাদুন্নবী মাহফিলগুলোতে আমরা নবী করিম (সা.) এর প্রতি তা’জিমের সাথে দুরুদ ও সালাম পেশ করে থাকি। অত্যন্ত আনন্দের সংবাদ যে, এক সময় মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র যারা বিরোধিতা করতেন তারাও আজকাল ঝাকঝমকভাবে অনুষ্ঠান করে মীলাদুন্নবী (সা.) পালন করেন এবং এর পক্ষে অবস্থান নিয়েছেন। তবে আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে মীলাদ মাহফিলের নামে যেন কোনো প্রকারের শরীয়ত বিরোধী কার্যক্রম পরিচালিত না হয়। কোনো প্রকার শরিয়াত বিরুদ্ধ কার্যকলাপ সংঘটিত হলে সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করা একজন মুমিনের ঈমানী দায়িত্ব বলে তিনি মনে করেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে দোয়ারা উপজেলা অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া, লতিফিয়া ক্বারী সোসাইটি ও ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড দোয়ারাবাজার পশ্চিম উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে মুবারক র‍্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

দোয়ারা পশ্চিম উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা কাজী আবদুল কাদির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আবু তাহির মুহাম্মদ খালিদ, বর্তমান সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল।
প্রধান বক্তার বক্তব্যে রাখেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আবদুল গনি সোহাগ।

দোয়ারা পশ্চিম উপজেলা তালামীযের সভাপতি হাফিজ ময়নুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ সহ সভাপতি ও লতিফিয়া ক্বারী সোসাইটি দোয়ারাবাজার পশ্চিম উপজেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড দোয়ারা উপজেলা সভাপতি হাফেজ বুরহান উদ্দিন লায়েক, সুনামগঞ্জ জেলা তালামীযের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো আবু সুফিয়ান, লতিফিয়া ক্বারী সোসাইটি দোয়ারা পশ্চিম উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, দোয়ারা পশ্চিম উপজেলা তালামীযের সাবেক সভাপতি রুমন আহমদ, মরহুম আবদুল ওয়াহিদ হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ আনোয়ার হোসেন, দেওয়ান নগর হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ আবদুল্লাহ কাইয়ুম ও রসরাই ইবতেদায়ী মাদরাসার সুপার মাওলানা শাহ মাসুক আহমেদ নাঈম, বাগানবাড়ী হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মুহসিন উদ্দিন, পান্ডারগাও ইউনিয়ন আল-ইসলাহ সভাপতি হাফেজ শরীয়ত আলী,
দোয়ারা পূর্ব উপজেলার সহ-সাধারণ সম্পাদক লালন মিয়া, দোয়ারা পশ্চিম উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক হাফেজ দিলোয়ার হোসেন, অর্থ সম্পাদক হাফেজ মুহিউদ্দিন, অফিস সম্পাদক লায়েক আহমদ সোহাগ, সহ-অফিস সম্পাদক হাফেজ খায়রুল ইসলাম, হাফেজ কবির আহমদ, হাফেজ কামাল আহমেদ, হাফেজ সোয়েব আহমদ প্রমুখ। সভা শেষে বাদ যোহর মুবারক র‍্যালী বের করা হয়। র‍্যালীটি দোয়ারাবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া।