• ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

গোবিন্দগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৯, ২০২২
গোবিন্দগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতকে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটি গোবিন্দগঞ্জের উদ্যোগে রোববার দুপুরে এক র‍্যালী বের করা হয়। র‍্যালীটি সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়ক প্রদক্ষিণ শেষে গোবিন্দগঞ্জ কলেজ জামে মসজিদ প্রাঙ্গনে এসে শেষ হয়। যোহরের নামাযের পর শুরু হয় আলোচনা সভা। মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি কাজী মাওলানা আবদুস সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রমদ্বানুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মিলাদুন্নবী (সা:) শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক, ডক্টর অধ্যক্ষ মইনুল ইসলাম পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আঞ্জুমানে আল ইসলাম সুনামগঞ্জ জেলার সমাজ কল্যাণ সম্পাদক, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল ফজল মো. ত্বহা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্জুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক, কালারুকা লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, আল ইসলাহ নেতা ও রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা শামছুল কবির মিছবাহ চৌধুরী, শাহ সুফি মুজ্জাম্মিল আলী (রহ:) দাখিল মাদরাসার সুপার, আল ইসলাহ ছাতক উত্তর উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা আবদুস সালাম, জাহিদপুর দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মুখতার আহমদ রাধানগরী, দিঘলী রাহমানিয়া মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা জহুর আলী, রায়সন্তোষপুর হাবিবিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ফখরুল ইসলাম, শাহ সূফি মুজ্জাম্মিল আলী (রহ:) দাখিল মাদরাসার সহকারী শিক্ষক, গোবিন্দগঞ্জ নতূনবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আবদুল আলিম, হাসানাইন মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ ইউসুফ আহমদ, হযরত হাসান হুসাইন (রা:) হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ লিহাজ উদ্দিন, মুরব্বি আবদুস সামাদ, যুবনেতা আবু হানিফা সায়মন, কাওছার আহমদ, আল ইসলাহ নেতা মাওলানা আবদুল গফুর, তালামীয ছাতক উপজেলা শাখার সাবেক সভাপতি কাজী রেজাউল করিম রেজা, আলী হুসেন মানিক, ইসলাম উদ্দিন, হাফেজ কাওছার আহমদ সেলিম, সুনামগঞ্জ জেলা তালামীযের অফিস সম্পাদক আলী আহমদ নাঈম, সদস্য এইচ এম আবদুল বাছিত ও মাহফুজুর রহমান জুয়েল, ছাতক উত্তর উপজেলা তালামীযের সভাপতি হাফেজ শাহজাহান, সাধারণ সম্পাদক হাফেজ মামুনুর রশিদ মামুন, গোবিন্দগঞ্জ কলেজ তালামীযের সভাপতি ফয়ছল আহমদ, উপজেলা যুবলীগের কাওছার আহমদ, আবদুল বাছিত, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের জাহিদুল ইসলাম শাওনসহ এলাকার কয়েকশ ধর্মপ্রাণ মুসল্লিগণ র‍্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন। পরে মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন মাহফিলের প্রধান অতিথি।