নিজস্ব প্রতিবেদক: ছাতক সাব-রেজিষ্ট্রারের জরাজির্ণ কার্যালয় স্থানাস্তর প্রসঙ্গে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী। শুক্রবার বেলা আড়াইটায় উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও, রহমতভাগসহ অষ্টগ্রামের পক্ষে সাবেক চেয়ারম্যান নজরুল হকসহ অর্ধশতাধিক লোকজনের স্বাক্ষরিত আবেদন দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, ছাতক পৌর প্রতিষ্ঠাতা মেয়র আলহাজ্ব আবদুল ওয়াহিদ মজনু মিয়া, ছাতক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরী, সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি ছাতক উপজেলা সেক্রেটারী আলা উদ্দিন, ব্যবসায়ী শামসুল হক, ইউপি সদস্য ফজলু মিয়া, ব্যবসায়ী সাজিদুর রহমান, সামিউল হক সানি প্রমুখ।
আবেদনে উল্লেখ করা হয়, ছাতক পৌরসভার প্রবেশদ্বার রহমতবাগ আবাসিক এলাকায় ফায়ার সার্ভিস, ছাতক সরকারি কলেজ, ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, পৌর প্রাথমিক বিদ্যালয়, টেলিগ্রাম অফিস, সিএনবি কার্যালয়, দারুল উলূম ছাতক, পেট্রোল পাম্প, আনসার ভিডিপি ব্যাংক, এনজিও সংস্থার কার্যালয়, কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন দোকানপাঠ ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শান্তি শৃঙ্খলাসহ নির্বিঘ্নে এলাকায় মানুষ চলাচল করছেন। এছাড়া উপজেলার বিভিন্ন প্রান্ত হতে লোকজন বাসা বাড়ি নির্মাণ করে শাস্তিপূর্নভাবে ওই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।
ছাতক সাব-রেজিষ্ট্রার কার্যালয় জরাজির্ণ হয়ে পড়ায় এটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। তাই সাব-রেজিষ্ট্রার কার্যালয়টি স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে ছাতক শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। অবশেষে গত ২৪ সেপ্টেম্বর রহমতবাগ এলাকায় আশফাক চৌধুরীর দ্বিতল ভবন ঢাকাস্থ নিবন্ধন অধিদপ্তরের সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমদ, সুনামগঞ্জ জেলা রেজিষ্ট্রার মফিজুল ইসলাম, সুনামগঞ্জ সদর সাব-রেজিষ্ট্রার আবদুল করিম ধলা মিয়া, ছাতক সাব-রেজিস্ট্রার আয়েশা সিদ্দিকাসহ অফিস স্টাফ এবং দলিল লিখক সমিতির নেতৃবৃন্দ ও দলিল লিখকরা সরজমিন পরিদর্শন শেষে ওই ভবনটি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের জন্য ভাড়া নিতে সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর বাসার মালিকের সাথে ভাড়া সাব্যস্থ হয়।
কিন্তু কিছু সংখ্যক দলিল লিখকের আধিপত্য খর্বের আশংকায় তাদের একান্ত ব্যক্তিস্বার্থে ছাতক সাব-রেজিষ্ট্রারের কার্যালয় স্থানান্তরে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ নানা কুটকৌশলের আশ্রয় নিয়েছে। পাশাপাশি এলাকা ঝুঁকিপূর্ন, নিরাপত্তাহীন ও সন্ত্রাসীদের আস্তানাসহ নানা বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো হচ্ছে। এতে ক্ষুন্ন হচ্ছে এলাকার মান সম্মান। নেতৃবৃন্দরা বিভ্রান্তিমূলক এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এর অনুলিপি দেয়া হয়েছে ছাতক সাব-রেজিষ্ট্রার কার্যালয়, ছাতক দলিল লিখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে।
আবেদনে স্বাক্ষরকারী ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি ছাতক উপজেলা সেক্রেটারী আলা উদ্দিন জানান, আবেদনটি গ্রহণ করে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক আশ্বস্থ করে বলেছেন, সরকারের সিন্ধান্তই চুড়ান্ত।