ডেস্ক নিউজঃ অদ্য ০৬/১০/২০২২ ইং তারিখ সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সেপ্টেম্বর ২০২২ মাসের ছাতক থানা এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা রজু, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, বিভিন্ন গুরত্বপূর্ণ মামলার আসামি গ্রেফতার ও মাদক উদ্ধার সহ সার্বিক বিবেচনায় (মাসিক মানদন্ড) শ্রেষ্ঠত্ব অর্জন করেন ছাতক থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান। তার হাতে ক্রেস্ট তুলে দেন সুনামগঞ্জ জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার জনাব মোহাম্মদ এহ্সান শাহ্ । এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আবু সাঈদ- সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান ছাতক বাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
ছাতক থানার অফিসার ও ফোর্সদের পক্ষ থেকে ওসি ও মান্যবর পুলিশ সুপার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন